চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

গতির রেকর্ড ভাঙ্গা মেগা কার

সুইডেনের কোয়েনিগসেগ তাদের গাড়ির নতুন সংস্করণ ওয়ান: ১ “মেগাকার” নির্মাণ করেছে। এই গাড়িটি শুন্য থেকে ৩০০ কিলোমিটার প্রতি ঘন্টা (১৮৬ মাইল প্রতি ঘন্টা) গতি তুলে আবার শূন্য গতিতে ফিরে আসতে পারে মাত্র ১৭.৯৫ সেকেন্ডের মধ্যে।

২০১১ সালেও এই কোম্পানির ‘এ্যাগেরা আর’ একই পরিমান গতি তুলে অর্থাৎ ০-৩০০-০ কিলোমিটার প্রতি ঘন্টায় গতির সক্ষমতা দেখায় মাত্র ২১.১৯ সেকেন্ড সময়ের মধ্যে। যা একটি গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড হিসেবে নথিভুক্ত হয়। ১৩৪০ বিএইচপি, এ্যাগেরা আর-বেইজড ওয়ান : ১ মেগাকারটি এর পূর্বসুরির চেয়ে ৩.২৪ সেকেন্ড বেশি দ্রুততর।