চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

খ্যাতিমান ব্রিটিশ সাংবাদিক রবার্ট ফিস্ক এর জীবনাবসান

খ্যাতিমান ব্রিটিশ সাংবাদিক, দ্য ইন্ডিপেনডেন্ট এর মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি রবার্ট ফিস্ক মারা গেছেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

আয়ারল্যান্ডে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে সেন্ট ভিনসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান ৭৪ বছর বয়সী এ আন্তর্জাতিক বিশ্লেষক।

১৯৭০ সালে সানডে এক্সপ্রেসের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন ফিস্ক। ১৯৭৪ সাল থেকে মধ্যপ্রাচ্য বিষয়ক সাংবাদিকতা করছিলেন। আফগানিস্তানে মার্কিন হামলা, ইরানের বিপ্লব, ইরাক-ইরান যুদ্ধ নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশ করে আলোচিত হন তিনি। মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্বের নীতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সম্পর্কের কঠোর সমালোচক ছিলেন ফিস্ক।

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য পেয়েছেন পুলিৎজার পুরস্কার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ওভার অল মিডিয়া অ্যাওয়ার্ড, জাতিসংঘ প্রেস অ্যাওয়ার্ড এবং সাতবার ব্রিটিশ ইন্টারন্যাশনাল জার্নালিস্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড।