চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খেলাপি ঋণ কমাতে সরকারের সঙ্গে চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর

খেলাপি ঋণ কমিয়ে আনার ব্যাপারে সরকারের সঙ্গে সঙ্গে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বুধবার জানুয়ারি থেকে জুন ৬ মাসের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক গভর্নর এ কথা বলেন।

ফজলে কবির বলেন: অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক একই উদ্দেশ্যে কাজ করছে। কাজেই কেউ কারো প্রতিপক্ষ নয় কিংবা উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক নয়।

গভর্নর বলেন: মুদ্রানীতির মূল উদ্দেশ্য জিডিপি প্রবৃদ্ধিতে সমর্থন দেয়া। এই লক্ষ্য অর্জনে আগামি ছয় মাসেও বাংলাদেশ ব্যাংক এর তরফ থেকে কর্মসংস্থান সৃষ্টি করে জিডিপিতে প্রবৃদ্ধির গতি ধরে রাখতে সহায়তা করা হবে।