চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খেলাধুলার মাধ্যমে দেশের মর্যাদা আরো উঁচুতে নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

খেলাধুলার মাধ্যমে দেশের মর্যাদা আরো উঁচুতে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে নিয়ে আসা প্রায় সাড়ে ৩শ ক্রীড়াবিদকে সংবর্ধনা দিয়ে তাদের হাতে সরকারের প্রতিশ্রুত পুরস্কার ও চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

পুরস্কারপ্রাপ্তরা বলেছেন, এমন সম্মান তাদের ভবিষ্যৎ সাফল্যের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দেশের ইতিহাসে ক্রীড়াক্ষেত্রে এটি সবচেয়ে বড় সংবর্ধনা অনুষ্ঠান। গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মার্চ, এই ৬ মাসে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন আয়োজন। অনুষ্ঠান শুরু হয় তাদের হাতে প্রতিশ্রুত পুরস্কার তুলে দিয়ে।

গত এসএ গেমসে স্বর্ণজয়ী তিনজন- সাঁতারু মাহফুজা খাতুন শিলা, ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত এবং এয়ারগান শুটার শাকিল আহমেদকে সরকারি ফ্ল্যাটের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। এছাড়াও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল, শততম টেস্ট জয়ী বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল, জাতীয় বধির ক্রিকেট দল, আর্চারি দল, রোলবল টিমসহ বিভিন্ন ক্রীড়ায় সাফল্য অর্জন করা মোট ৩৩৯ জনের হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভবিষ্যতেও এমন ধারাবাহিকতা ধরে রেখে দেশের পতাকা উঁচুতে রাখার আহ্বান জানান শেখ হাসিনা।

সাফল্যের স্বীকৃতি স্বয়ং প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়ে ভবিষ্যতের জন্য আরও বড় লক্ষ্যের কথা বলেছেন মাশরাফি, মুশফিক, মাবিয়া-শিলারা। ক্রিকেট, ফুটবল, হকি, অ্যাথলেটিক্সসহ প্রায় সব ফেডারেশনের কর্মকর্তারাও গণভবনে জমকালো এ আয়োজনে উপস্থিত হন।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: