চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খুলে দেয়া হলো দেশের প্রথম ৮ লেন সড়ক

দেশের প্রথম ৮ লেন প্রকল্প কাঁচপুর-যাত্রাবাড়ি মহাসড়ক যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। সাড়ে চার বছরে ১শ’৩২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এ প্রকল্প।

এর আগে তৃতীয় সমুদ্র বন্দর পায়রা বন্দর কার্যক্রেমর আনুষ্ঠানিক উদ্বোধনসহ ৬টি প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

৪ লেন মহাসড়কের পর এবার ৮ লেন। পাশাপাশি একসাথে আসা-যাওয়া করতে পারবে ৮টি গাড়ি। ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগস্থল কাঁচপুর থেকে রাজধানীর যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার মহাসড়ক ২ লেন থেকে ৮ লেন করা হয়েছে।

কাঁচপুর থেকে যাত্রাবাড়ি আসতে আর ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়তে হবে না। বদলে গেছে সে দৃশ্য। বাস ড্রাইভাররা বললেন, রাস্তা বড় হওয়াতে যানজট এখন অনেক কমে এসছে।

সাধারণ মানুষরা জানালেন, ৮ লেন করায় নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে এবং সড়ক দুর্ঘটনা কমে আসবে।

২০১১ সালে ১‘শ ৩২ কোটি টাকা ব্যায়ে এ প্রকল্প হাতে নেয় নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ। ৮ কিলোমিটার মহাসড়কে যাত্রী পারাপারের জন্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তৈরি করা হয়েছে ওভারব্রিজ।

সড়ক ও জনপথ বিভাগের উপ-প্রধান প্রকৌশলী আব্দুস সালাম বলেন, কাঁচপুর থেকে রাজধানীর যাত্রাবাড়ি পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার মহাসড়ক আট লেন করা হয়েছে। ফলে যানজট এখন নেই বললেই চলে।

নারায়ণগঞ্জের যানবহনগুলো ৮ লেন মহাসড়কে প্রবেশের সময় যাতে যানজট সৃষ্টি না করে সেজন্য আলাদা ইন্টার সেকশন করা হয়েছে।