চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খুলনায় ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু

খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আশিকুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এ পর্যন্ত খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

খুলনার বিভিন্ন জেলা ও উপজেলায় এ পর্যন্ত ১০২০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। খুলনার সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৪৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন।

গত ২৪ ঘন্টায় ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন: মাগুরা জেলার শালিখা উপজেলার আশিকুজ্জামান নামে এক যুবক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য রোববার ভোর সাড়ে ৫টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। পরে বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।