চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

খুলনার জয়, হেরেই চলেছে রাজশাহী

টানা দুই ম্যাচে জয় তুলে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দারুণ শুরু করেছিল মিনিস্টার গ্রুপ রাজশাহী। এখন তাদের দেখতে হচ্ছে মুদ্রার উল্টো পিঠ। টানা চার ম্যাচ হেরেছে তরুণদের নিয়ে গড়া দলটি।

রোববার মিরপুরে জেমকন খুলনা ৫ উইকেটে হারিয়েছে রাজশাহীকে। টুর্নামেন্টে টানা তিন জয় পেল দলটি।

রাজশাহী-১৪৫/৫ (২০ ওভার), খুলনা-১৪৬/৫ (১৯.২ ওভার)

১৪৬ রানের লক্ষ্য মাহমুদউল্লাহ রিয়াদের দল তাড়া করে ৪ বল হাতে রেখে। জহুরুল ইসলাম অমি ৪৩, ইমরুল কায়েস ২৭ ও অধিনায়ক মাহমুদউল্লাহ ৩১ রানে থাকেন অপরাজিত।

রাজশাহীর পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ নিয়েছেন ২টি উইকেট। সাইফউদ্দিন, ফরহাদ রেজা ও আরাফাত সানি নেন একটি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন ৫৫ রানের ইনিংস। নুরুল হাসান সোহান ৩৭ ও জাকের আলী অনিক ১৫ রানে অপরাজিত থেকে দলকে নিয়ে যান দেড়শর কাছে।

শুভাগত হোম নেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম, মাহমুদউল্লাহ ও আল-আমিন হোসেন। সাকিব আল হাসান কোনো উইকেট না পেলেও রানে আটকে রাখেন ব্যাটসম্যানদের। বাঁহাতি স্পিনার ৪ ওভারে দেন ১৭ রান।

তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব। ৪ রান করে সাইফউদ্দিনের বলে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা অলরাউন্ডার ৬ ইনিংসে করেছেন মাত্র ৫৯ রান।