চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

খুলনাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এলজিইডি’র নির্মাণ প্রকল্প

জলবায়ু সহিষ্ণু উপকূলীয় অবকাঠামো নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে এলজিইডি। খুলনাঞ্চলে ইতোমধ্যেই ৯০টি গ্রোথ সেন্টারে অবকাঠামোর নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকি ১৬টির কাজ চলমান। উপকূলবাসীর প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সহজ করে দেবে এ সকল অবকাঠামো।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি পাচ্ছে। ২০৩০ সালে কতটা বাড়তে পারে উচ্চতা- সেই লক্ষ্য ধরে এসব অবকাঠামো নির্মাণ করছে এলজিইডি। জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য টিনেরচালের পরিবর্তে পরিবেশ বান্ধব আরসিসি ছাদ দেওয়া হচ্ছে। টেকসই করতে পার্শ্ববর্তী রাস্তাগুলো ওআরসিসি করা হচ্ছে।

খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার উপকূলীয় এলাকায় এরকম ১১৬ টি বাজারে গ্রোথ সেন্টার নির্মাণ করছে এলজিইডি।

পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য উপকূলবাসীদের প্রশিক্ষন ও কারিগরি সহায়তাও দেবে এলজিইডি।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে