চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

খুব শীঘ্রই রাজধানীসহ নগরাঞ্চলে নেমে আসবে শীত

বাংলাদেশের গ্রামাঞ্চলে বেশ শীতের আমেজ থাকলেও এই শীত মৌসুমে রাজধানীতে তেমন একটা ঠান্ডা অনুভূত হচ্ছে না। তবে খুব শীঘ্রই রাজধানীসহ নগরাঞ্চলে শীত নেমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা।

আবহাওয়া অফিস বলছে; এখন থেকে প্রতিদিনই একটু একটু করে নামতে থাকবে আবহাওয়ার পারদ। আর তা নামতে নামতে ডিসেম্বরের মাঝামাঝি আসতে পারে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। তখন থেকে রাজধানীসহ আশেপাশের এলাকায় প্রকৃত অর্থে শীত নেমে আসবে।

আবহাওয়াবিদ মো: রাশেদুজ্জামান চ্যানেল আই অনলাইন-কে বলেন: গতকাল থেকেই কমতে শুরু করেছে তাপমাত্রা। আজও সারাদেশে আরও ১ থেকে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পাবে। শ্রীমঙ্গলে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কাল আরো কিছুটা কমে যাবে। এভাবে প্রতিদনই একটু একটু করে তাপমাত্রা কমতে থাকবে।

আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে বলে জানিয়েছেন এ আবহাওয়াবিদ।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে; আগামী ২৪ ঘন্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।