চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খাল ভরাটে জলাবদ্ধতা, আবাদ অনিশ্চিত

চাঁদপুরের সদর উপজেলা উত্তর ইচলীতে আমিন ব্যাপারি নামে এক প্রভাবশালী ব্যক্তি ত্রিমুখী সরকারি খাল অবৈধভাবে ভরাট করে রাখায় জলাবদ্ধতায় ফসল আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। একমাস আগে জেলা প্রশাসন খালের ভরাট করা মাটি অপসারণের উদ্যোগ নিলেও বাস্তবে কোনো কাজ হয় নি বলে অভিযোগ করেছে স্থানীয় কৃষকরা।

এতে ওই অঞ্চলের তিনটি গ্রামের শত শত হেক্টর জমির পানি নিষ্কাশন করতে না পারায় জমিগুলো অনাবাদি পড়ে রয়েছে। এরইমধ্যে বেশিরভাগ জমিতে লাগানো আখ নষ্ট হয়ে গেছে।

চাঁদপুর সদরের কৃষকরা জানায় অনিশ্চিত হয়ে পড়েছে আলু, বোরোসহ শীতকালীন ফসল চাষ।

আমিন ব্যাপারি অভিযোগ অস্বীকার করে বলেছেন এখানে সরকারি কোনো খাল নেই । একই সাথে তিনি বিকল্প ব্যবস্থায় পানি অপসারণেরও কথা জানান তিনি।

চলতি বছর ১৫ সেপ্টেম্বর খালের ভরাটকরা মাটি অপসারণে একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু একমাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি ।

চাঁদপুর সদরের বাগাদি ইউনিয়ন এর চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সরকারি খাল বালু দিয়ে ভরাট করে ফেলায় আমার ইউনিয়নে শত শত জমি পানির নিচে তলিয়ে গেছে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন জানান, আমরা এই বিষয়ে তদন্ত করে প্রশাসনকে জানাবো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা আবদুল কাইয়ূম ফসল আবাদের জন্য দ্রুত খালের মাটি অপসারণের প্রয়োজন বলে মনে করেন ।

খালের মাটি দ্রুত অপসারণ করে জমিগুলো আলু, বোরোসহ শীতকালীন ফসল চাষাবাদের উপযোগী করে তোলার দাবি জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।