চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘খালেদা জিয়া খুবই অসুস্থ, বিদেশে নিয়ে তার উন্নত চিকিৎসা জরুরি’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, বিদেশে নিয়ে তার উন্নত চিকিৎসা জরুরি।

বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচিতে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে আইনে বাধা নেই জানিয়ে জাতীয় সংসদে রুমিন ফারহানা এমপি বক্তৃতা করলেও আইনমন্ত্রী তা নাকচ করে দিয়েছেন।

২৬ দিন হাসপাতালে চিকিৎসা নেয়ার পর ৭ নভেম্বর বাসায় ফেরেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এর ৬ দিন পর আবারো হাসপাতালে ভর্তি হন ৭৭ বছর বয়সি এই সাবেক প্রধানমন্ত্রী। তার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে দলের মহাসচিব জানান তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হওয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভাল নয়।

বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে জাতীয় সংসদেও ছিল তর্ক-বিতর্ক।  তবে পাল্টা যুক্তিতে আইন মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সে সুযোগ নেই, দিয়েছেন আইনী ব্যাখ্যাও।

সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হওয়ার পর নিজ বাসভবনেই ছিলেন বেগম খালেদা জিয়া। এ বছরের এপ্রিলে কোভিড আক্রান্ত হওয়ার পর ৫৪ দিন হাসপাতালে ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

ভিডিও রিপোর্ট: