চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

খাগড়াছড়ির আঞ্চলিক দলগুলো নির্বাচনের জন্য কতোটা প্রস্তুত?

দিন যতই ঘনিয়ে আসছে ততই খাগড়াছড়িতে জোরেসোরে বইছে ভোটের হাওয়া। পাহাড়ি জেলাটির একমাত্র আসনে ক্ষমতাসীন দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকলেও বিএনপির রয়েছে একক প্রার্থী।

অন্যদিকে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো প্রার্থী নিয়ে এখনো মুখ খুলেনি। তবে খাগড়াছড়ির এই একমাত্র আসনে বড় দুই দল আওয়ামী লীগ-বিএনপি’র বাইরেও পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলো তৈরি হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য।

বিগত সময়ের উন্নয়নকে পুঁজি করে আওয়ামী লীগ বিজয়ের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

আওয়ামী লীগের পাশাপাশি মাঠে সক্রিয় রয়েছে বিএনপি। প্রচারণা চালিয়ে যাচ্ছে তারাও, জানিয়েছেন জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।

উন্নয়ন আর সুশাসন প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন ভোটাররা।

তবে ৪ লাখ ৪১ হাজার ৬৯২ ভোটারের এই আসনে সব ছাপিয়ে আবারও ফ্যাক্টর হতে পারে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দলগুলি।

আজহার হীরার পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে প্রতিবেদনে দেখুন বিস্তারিত: