চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কয়েক সপ্তাহের জন্য ডেম্বেলেকে হারাল বার্সা

লিওঁকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ফুরফুরে মেজাজেই ছিল বার্সেলোনা। এমন মূহুর্তে স্প্যানিশ জায়ান্টদের জন্য খানিকটা দুশ্চিন্তা হয়ে এল উসমানে ডেম্বেলের চোট। যে চোটের কারণে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সার ফরাসি ফরোয়ার্ড।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিওঁর বিপক্ষে অনিশ্চয়তার মধ্যে থাকলেও শেষ পর্যন্ত চোট নিয়েই মাঠে নেমেছিলেন ডেম্বেলে। বদলি হিসেবে নেমে করেছেন একটি গোলও। কিন্তু সেই মাঠে নামাই কাল হয়েছে ২০ বছর বয়সী ফরোয়ার্ডের জন্য।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বৃহস্পতিবার সকালে পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া গেছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ডেম্বেলে। চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে। তবে দ্রুত সেরে উঠলে তিন সপ্তাহেই উন্নতি ঘটতে পারে অবস্থার।

চোটে থাকার কারণে রিয়াল বেটিস, এস্পানিয়ল, ভিয়ারিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদ ও হুয়েস্কার বিপক্ষে লা লিগায় ম্যাচ খেলা হবে না ডেম্বেলের। তবে সম্ভাবনা আছে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার। এপ্রিলের তৃতীয় সপ্তাহে গড়াবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। চার সপ্তাহ সময় লাগলেও চোট থেকে ফিরে সেই ম্যাচে খেলতে পারবেন ফরাসি ফরোয়ার্ড।