চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘ক্রেনের সঙ্গে গাছও ভেঙ্গে পড়েছিলো’

মসজিদ আল হারামের ক্রেন ভেঙ্গে পড়ার ঘটনায় সৌদি সরকারের তদন্তের নির্দেশের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বলা হয়েছে, ঝড়ের সময় ক্রেনের সঙ্গে গাছও ভেঙ্গে পড়েছে।

শুক্রবার রাতে পবিত্র কাবা শরীফের মসজিদ আল হারামের সংস্কারের কাজে থাকা ক্রেন পড়ে নিহত হন বিভিন্ন দেশের ১০৭ জন। আহতের সংখ্যা ২৩৮। সৌদি আরব নিহতদের তালিকা এখন পর্যন্ত প্রকাশ করেনি।

ছিঁড়ে পড়া ক্রেনটি ছাড়াও মসজিদ আল-হারামের আশেপাশে আরো অনেকগুলো ক্রেন দাঁড়িয়ে ছিলো। মসজিদ সংস্কার ও সম্প্রসারণের কাজে ওই ক্রেনগুলো ব্যবহার করা হচ্ছিলো।

সৌদি আরবে কয়েকদিনের টানা বালুঝড়ের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ক্রেনগুলো সরানো হয়নি। শুক্রবার একটি ক্রেন ছিঁড়ে পড়ে প্রাণঘাতী ওই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জন্য ঝড় ও বৃষ্টিকে দায়ী করা হলেও সেদেশের সরকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে।

এ নিয়ে ১৯৯০ থেকে এ পর্যন্ত পবিত্র নগরী মক্কায় হজকেন্দ্রিক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেলো।