চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্যালিফোর্নিয়ায় কাজী নজরুল চেয়ার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টিকে সারা বিশ্বে পরিচিত করতে
ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি  নর্থরিজ চালু করতে যাচ্ছে নজরুল চেয়ার।
২০০৫ সালে শুরু হয়ে এ পর্যন্ত নয়বার ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়
নর্থরিজ সিসানে অনুষ্ঠিত হয়েছে নজরুল লেকচারশিপ প্রোগ্রাম। যার অর্থ আসে
নজরুল এনডাউমেন্ট তহবিল থেকে। এবার এই তহবিল থেকে নজরুল চেয়ারের উদ্যোগ
নেয়া হয়েছে।

নজরুল চেয়ারের বিষয়টি ত্বরান্বিত করতে বাংলাদেশের গণমাধ্যম
ব্যক্তিত্ব এবং চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ দেখা
করেছেন বিশ্ববিদ্যালয়ের কলেজ অব হিউম্যানিটিজ-এর ডিন, এলিজাবেথ সে’র সঙ্গে।
সেসময় এলিজাবেথ জানান, খুব দ্রুতই বিশ্ববিদ্যালয়ে নজরুল চেয়ার চালু হবে
বলে তিনি আশা করছেন।

প্রতি বছর সাসটেইনেবিলিটি স্টাডিজ  প্রোগামের আওতায় সিসান-এ গণমাধ্যম  ব্যক্তিত্ব  শাইখ সিরাজ-কে মূল আলোচক হিসেবে অংশগ্রহণের আমন্ত্রণ জানান এলিজাবেথ সে। এতে করে যেসব শিক্ষার্থী কৃষি নিয়ে ভাবছে তারা
ধারুণভাবে উপকৃত হবেন বলে তিনি মনে করেন।

আলোচনায় জানানো হয়,
বিশ্ববিদ্যালয় এবং প্রবাসী বাঙালিদের সহযোগিতায় দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে
নজরুল এনডাউমেন্ট তহবিল।বাংলাদেশের জাতীয় কবির উপর গবেষণা অব্যাহত রাখতে
পাঁচ লাখ ডলারের এনডাউমেন্ট তহবিল গড়ে তোলার ব্যাপারে আশাবাদী এর উদ্যোক্তা
তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া। সংগঠনটি  এরইমধ্যে ১ লাখ ডলার সংগ্রহ করেছে। 

তরঙ্গ অব ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি জেনারেল এবং আন্তর্জাতিক সমন্বয়ক
মোয়াজ্জেম চৌধুরী বলেন, লেকচারশিপ প্রোগ্রামের মাধ্যমে তারা কাজী নজরলের
সাহিত্যকর্ম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন  যাতে পুরো বিশ্ব এই মহান মানুষটির
সর্ম্পকে জানতে পারে।

আলোচনায় আরো উপস্থিত ছিলেন তরঙ্গ অব
ক্যালিফোর্নিয়া প্রেসিডেন্ট শিপার চৌধুরী, রিলিজিয়াস স্টাডিজ বিভাগের
অধ্যাপক ড. ফিলিজ কে হারমেন। পরে চ্যানেল আইয়ে’র পক্ষ থেকেএলিজাবেথ সে কে
বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।