চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্যারিবিয়ান লিগেও মুস্তাফিজ

এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জন্য খেলোয়াড়দের নিলামের তালিকায় অন্তর্ভুক্ত হলেন মুস্তাফিজুর রহমান।

এছাড়াও সাকিব আল হাসানসহ আরো ৫ বাংলাদেশী ক্রিকেটার রয়েছেন এ তালিকায়। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করে।

যদিও সাকিব ২০১৩ ও ২০১৪ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে মাঠ মাতিয়েছেন। আর জাতীয় দলের আরেক হার্ড হিটার ব্যাটসম্যান তামিম ইকবাল ২০১৩ সালে সেন্ট লুসিয়ার হয়ে মাঠে নেমেছিলেন।

আগামী ১১ তারিখে বার্বাডোজে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নিলাম।

বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় বোলার মুস্তাফিজ। গত বছরে অভিষেক হওয়ার পর থেকেই ব্যাটসম্যানদের নাকানি-চুবানি খাইয়েছেন তিনি। ফলে ঘরোয়া টি-টুয়েন্টি লিগের ফ্র্যাঞ্চাইজিগুলো রীতিমতো কাড়াকাড়ি শুরু করে দিয়েছে বা হাতি এই কাটার মাস্টারকে নিয়ে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স এরই মধ্যে দলে টেনেছে মুস্তাফিজকে। যদিও ইনজুরির কারণে সেখানে খেলা হচ্ছে না তার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলোয়াড় নিলামের তালিকাতেও রয়েছেন মুস্তাফিজ।

বাংলাদেশের হয়ে যে সাত জন ক্রিকেটার এই তালিকায় রয়েছেন তারা হলেন- সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সৌম্য সরকার।