চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্যাপ্টেন তানভীরের শোকে মারা গেলেন তার দাদাও

রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসে হতাহতদের উদ্ধার করতে গিয়ে নিহত সেনাবাহিনীর ক্যাপ্টেন তানভীর সালাম শান্তর দাদা আজিজ মোল্লা বৃহস্পতিবার মারা গেছেন। তার এমন মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারটির শোকের তীব্রতা আরও গাঢ় হলো।

তানভীরের মৃত্যুর খবরেই তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে শোকের মাতম শুরু হয়। প্রিয় নাতির মৃত্যুর খবরে বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন বৃদ্ধ দাদা আজিজ মোল্লা।

মঙ্গলবার ভোরে মানিকছড়িতে পাহাড় ধসে মাটি ও গাছ পড়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে জোন সদরের নির্দেশে মানিকছড়ি আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কার্যক্রম শুরু করে।

উদ্ধার কার্যক্রম চালানোর সময় নিহত হন মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীর, করপোরাল মোহাম্মদ আজিজুল হক ও সৈনিক শাহীন আলম।

টানা বৃষ্টির ফলে পাহাড় ধসে রাঙামাটি সহ ৫ জেলায় মৃতের সংখ্যা ১শ’ ৪৪ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে রাঙামাটিতে। সেখানে পাহাড় ধসের ঘটনার এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০৮ জন।

এ ঘটনায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের মধ্যে সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে।

অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, পাহাড়ে গাছের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি রোববার থেকে ভারি বৃষ্টিপাত চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে পাহাড়ে ধস ডেকে আনে।