চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোহলি-ধোনির মাসিক বেতন দুই কোটি

মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্ব ছেড়েছেন অনেকদিন হলো। তাই বলে বোর্ড কর্মকর্তাদের সুনজর হারাননি। তার প্রমাণ পাওয়া গেল সাবেক অধিনায়কের মাসিক বেতন দুই কোটি রুপিতে উন্নীত হওয়াতে। ধোনির উত্তরসূরি কোহলিও সমপরিমাণ বেতন পাবেন এখন থেকে।

বিসিসিআইয়ের প্রশাসন কমিটি সম্প্রতি ভারতীয় খেলোয়াড়দের মাসিক বেতন দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয়। এ, বি, সি এই তিন গ্রেডে ভারতীয় ক্রিকেটারদের মাসিক বেতন হবে যথাক্রমে দুই কোটি, এক কোটি এবং ৫০ লক্ষ রুপি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

২ কোটি রুপির তালিকায় অশ্বিন, রাহানে, মুরালি বিজয়, জাদেজা এবং চেতেশ্বর পূজারাও আছেন।

তবে বিস্ময় জন্ম দিয়েছে শেখর ধাওয়ান এবং সুরেশ রায়নার নাম কোন গ্রেডেই না থাকায়। অর্থাৎ এখন থেকে ম্যাচফি ছাড়া বিসিসিআই থেকে আর কোন প্রকার পারিতোষিকই পাবেন না তারা।