চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কোচিং সেন্টার খোলা রাখার দাবিতে মানববন্ধন

গাইবান্ধায় এইচএসসি, এসএসসি, জেএসসি ও পিইসি শ্রেণি বাদে অন্যান্য শ্রেণির পাঠদানে সহায়ক শিক্ষা প্রতিষ্ঠান (কোচিং) খোলা রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করছে কোচিং সেন্টারের পরিচালক, শিক্ষক ও অভিভাবকরা। 

রোববার সকালে সদর উপজেলার ডিবি রোডের ১নং ট্রাফিক মোড়ে সহায়ক শিক্ষা প্রতিষ্ঠান/কোচিং সেন্টারের পরিচালক, শিক্ষক ও অভিভাবকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি ও পরামর্শ সম্বলিত একটি স্মারকলিপি দেয়।

তাদের দাবি হলো- কোচিং সেন্টারগুলোতে পরীক্ষার সাথে সংশ্লিষ্ট (এইচএসসি, এসএসসি, জেএসসি ও পিইসি) শ্রেণি ব্যতীত অন্যান্য শ্রেণির পাঠদান যেন চালু রাখা হয়।