চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কেমন চলছে ‍শাকিব খানের ‘সত্তা’?

৭ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান এবং পাওলী দাম অভিনীত ছবি ‘সত্তা’। অনেকের মনে এখন প্রশ্ন এসেছে, শাকিব খানের ‘সত্তা’ ছবিটি দর্শক কীভাবে গ্রহণ করছেন। কারণ, ছবি মুক্তির তিন দিন পর শাকিব খানের ব্যক্তিগত জীবনের কাহিনী ফাঁস হয়ে যায়। শাকিব খান আর অপু বিশ্বাসের কাহিনী যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। অপু বিশ্বাসকে ২০০৮ সালে বিয়ে, সন্তান আব্রাহাম খান জয়ের জন্ম—সবই এতদিন গোপন রাখেন শাকিব। কিন্তু গত সোমবার মিডিয়ার সামনে অপু বিশ্বাস তাদের ব্যক্তিগত জীবনের সকল কাহিনী ফাঁস করে দেন। শাকিব খান সন্তানকে মেনে নিতে চাইলেও স্ত্রী অপুকে মেনে নিতে অস্বীকার করছেন।

এসব ঘটনার প্রেক্ষিতে পর্দার নায়ক ‘নাম্বার ওয়ান শাকিব খান’ এখন অনেকের কাছেই খলনায়ক হয়ে উঠেছেন। শাকিব খানকে নিয়ে ফেসবুকে নানা পোষ্ট, তার প্রতি ধিক্কার— সব কিছুর প্রভাব কি শুধু তার ব্যক্তিজীবনের মাঝেই সীমাবদ্ধ রয়েছে, নাকি পর্দায়ও দর্শক তাকে গ্রহণ করতে পারছেন না।

রাজধানীর বসুন্ধরা সিটির ষ্টার সিনাপ্লেক্সের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘শুক্রবার থেকে রোববার পর্যন্ত ছবিটি বেশ ভালো চলেছে। গতকাল সোমবার দর্শক কম ছিল। কারণ কাল দর্শক শাকিব খানের ব্যক্তিগত জীবনের বিষয়গুলো নিয়েই বেশি ব্যস্ত ছিল।’ তিনি আরও বলেন, ‘অসহনীয় গরমও দর্শক কম হওয়ার আরেকটি কারণ। অনেকেই খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। তবে আশা করছি এই সংকট কেটে যাবে।’

সত্ত্বা ছবির পরিচালক হাসিবুর  রেজা কল্লোল আজ মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লিখেছেন, ‘একটি চক্র সক্রিয় সত্তা আর শাকিব খানের বিরুদ্ধে। ব্যক্তিগত জীবন আর চলচ্চিত্রকে আমরা যেন গুলিয়ে না ফেলি। অগনিত দর্শকের ভালোবাসার শক্তিতে আমরা এগিয়ে যাব। প্রেক্ষাগৃহে আসুন, সত্তা দেখুন। দেশ বাঁচুক, চলচ্চিত্র বাঁচুক।’

দুপুরে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি মনে করি না এই ঘটনা সত্ত্বা ছবিতে কোনো প্রভাব ফেলবে। কারণ এটা শাকিব খানের ব্যক্তিগত বিষয়। এর সাথে ছবির কোনো সম্পর্ক নেই।’

অন্যদিকে দর্শক বলছেন ভিন্ন কথা। পর্দার নায়ককে বাস্তবে ভিলেন চরিত্রে দেখে, দর্শক আর কোনো ভাবেই তাকে মেনে নিতে পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা হলো। তাদের সঙ্গে আলাপ করে জানা যায়, তারা বন্ধুরা মিলে ‘সত্তা’ ছবিটি দেখার পরিকল্পনা করছিলেন। কিন্তু এখন সে আগ্রহ হারিয়ে ফেলেছি।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শ্যামলী সিনেমা হলে গিয়ে দেখা যায়, সেখানে দর্শক আনাগোনা গত তিনদিনের তুলনায় একেবারেই কম।