চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কেনিয়ায় ওবামার ব্যস্ত কর্মসূচি

প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে পিতৃভূমি কেনিয়ায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুদিনের সফরে শনিবার বৈশ্বিক উদ্যোক্তা সম্মেলনে যোগ দেবেন তিনি। শুক্রবার পরিবারের সদস্যদের সঙ্গে ডিনারে অংশ নেন তিনি। কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তার সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সফররত ওবামা ব্যস্ত শিডিউলে শুক্রবার পরিবারের সদস্যদের সময় দেন। সৎ দাদি মামা সারাহসহ পিতার পরিবারের সদস্যদের সঙ্গে ডিনার করেন ওবামা। তবে নিরাপত্তাজনিত কারণে পিতার সমাধিতে যেতে পারছেন না তিনি।

ষষ্ঠ বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে ভাষণ দেয়ার পর ওবামা ১৯৯৮ সালে আমেরিকান দূতাবাসে বোমা হামলার ঘটনায় নিহতদের স্মরণে নির্মিত সমাধিতে শ্রদ্ধা জানাবেন। কেনিয়ার প্রেসিডেন্ট উহুর কেনিয়াত্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।

কেনিয়া সফর শেষে রোববার ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনে ভাষণ দেবেন ওবামা। আফ্রিকার দেশগুলোতে সংলাপের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে নাগরিক সমাজের সুযোগ সৃষ্টি প্রেসিডেন্ট ওবামার এই সফরের অন্যতম লক্ষ্য।