চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কৃষি ভূমি-জলা সংস্কার ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়

ময়মনসিংহে বাংলাদেশের কৃষি ভূমি-জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি বিষয়ে সেমিনার হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলে, কৃষি ভূমি-জলা সংস্কার ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়।

দেওয়ানী-ফৌজদারী মিলে বাংলাদেশে ভূমি নিয়ে ৩০ লাখ মামলা আছে। কৃষি ভূমি-জলা সংস্কারের পথে প্রধান বাধা এসব মামলা। ময়মনসিংহে আয়োজিত সেমিনারে এসব বাধা দূর করার ওপর গুরুত্ব দেন বক্তারা। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর পরেশচন্দ্র মোদকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর আবুল বারকাত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, কৃষি ভূমি-জলা সংস্কারের বিষয়টিকে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় বলে দেখতে হবে। যেখানে মানব উন্নয়নে বিশ্বাসে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার সাথে প্রগতিশীল রাজনৈতিক শক্তি কৃষক সংগঠনসহ বিভিন্ন স্তরের নাগরিক সমাজকে পূর্ণমাত্রায় সম্পৃক্ত করতে হবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ডক্টর আশরাফ উদ্দিন চৌধুরী। বক্তারা বলেন, কৃষির উন্নয়নের ফলেই বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

বাকৃবি’র ভিসি প্রফেসর মো. আলী আকবর বলেন, বাংলাদেশের কৃষি ভূমি জলা এর সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদেশের অর্থনীতি আসলে কৃষির উপরে নির্ভরশীল।

সেমিনারে মূল প্রবন্ধসহ মোট ১৮টি প্রবন্ধ উপস্থাপন করা হয়।