চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কৃষি বিশেষজ্ঞ ড. মাহবুব হোসেন আর নেই

বিশিষ্ট কৃষি বিশেষজ্ঞ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. মাহবুব হোসেন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় রোববার রাত ২টার দিকে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তার বয়স হয়েছিলো ৬৯ বছর।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড হাসপাতালে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন তিনি। তার বাইপাস সার্জারি হওয়ারও কথা ছিলো।

ড. মাহবুব হোসেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সায়েন্সের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নর্সের সদস্য ছিলেন।

এর আগে ড. মাহবুব হোসেন অন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সামাজিক বিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন। ১৯৮১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

তার মৃত্যৃতে শোক জানিয়েছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ড. ফজলে হাসান আবেদ।