চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কৃষি তথ্য সেবায় গ্রামীণফোন

কৃষকদের প্রয়োজনীয় তথ্য ও সেবা দিতে গ্রামীণফোন কৃষি ভিত্তিক তথ্য সেবা চালু করেছে যার নম্বর ২৭৬৭৬। এ সেবার মাধ্যমে কৃষকরা শস্য, মাছ চাষ, গবাদি পশু পালন বিষয়ে মোবাইল ফোনে এসএমএমএর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাবেন।

এছাড়া গ্রামীণ ফোনের কল সেন্টারে ফোন করেও কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন কৃষক। সেবা পেতে গ্রাহকদের নিবন্ধন করতে হবে।

বগুড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় গ্রামীণফোনের সার্ভিসটি সম্পর্কে জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোনের এক্সটারনাল কমিউনিকেশন প্রধান তালাত কামাল, আঞ্চলিক বিপণন প্রধান পার্থ প্রতিম ভট্টাচার্যসহ অন্যরা।