চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুয়েতের নাগরিক হলে সাংসদ পদ হারাবেন পাপুল: প্রধানমন্ত্রী

কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক হয়ে থাকলে তার আসন শূন্য হবে বলে সংসদকে জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনা অংশ নিয়ে তিনি সংসদকে এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন: যে সাংসদের কথা বলা হচ্ছে, তিনি স্বতন্ত্র সাংসদ। তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারাও নির্বাচন করেনি। ফলে শহিদ ইসলাম জিতে আসেন। এরপর তার স্ত্রীকেও যেভাবেই হোক, সাংসদ করেছেন।

তিনি আরও বলেন: তিনি (পাপুল) কুয়েতের নাগরিক কি না, সেই বিষয়ে আমরা কুয়েতে কথা বলছি। সেটা দেখব। আর সেটা হলে তার ওই আসন হয়তো খালি করতে হবে। যেটা আইনে আছে, সেটা হবে। তার বিরুদ্ধে আমরা দেশেও তদন্ত করছি।

এর আগে, বিএনপির সাংসদ হারুনুর রশীদ পাপুল ইস্যু অনির্ধারিত আলোচনায় দাড়িয়ে বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করেন।