চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুয়াকাটা সৈকতে ব্যাহত কাছিমের প্রজনন, মারা যাচ্ছে কাঁকড়া

কুয়াকাটা সৈকতে চলাচল করা পর্যটকবাহী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মারা যাচ্ছে কাঁকড়ার ঝাঁক। সৈকতে দর্শনার্থীদের কোলাহলে ব্যাহত হচ্ছে কাছিমের প্রজনন। পাচারকারীদের শিকার হচ্ছে সৈকতে ডিম দিতে আসা কাছিম।

মৌসুমের শুরুতেই চাঙ্গা হয়ে উঠেছে করোনা পরিস্থিতিতে থমকে থাকা সাগর কন্যা কুয়াকাটার পর্যটন।

আন্ধারমানিক নদীর মোহনা থেকে কাউয়ার চর পর্যন্ত দীর্ঘ ১৮ কিলোমিটারের বালুকাবেলায় দাপিয়ে বেড়াচ্ছেন ভ্রমণপ্রেমীরা। তাদের আনন্দ যোগাতে প্রাণ হারাচ্ছে সৈকতে কাঁকড়ার ঝাঁক।

করোনা মহামারিতে সৈকতজুড়ে পাখি, কাছিম ও কাঁকড়ার বিচরণ বেড়েছিল। বিশেষ করে প্রজনন মৌসুমে ডিম দিতে নির্জন বালুকাবেলা বেছে নিয়েছিল মা কাছিম। তবে পর্যটকদের কোলাহল ও পাচারকারীদের দৌরাত্ম্যে বিপন্ন হচ্ছে প্রাণীটির প্রজনন।

পর্যটকদের অতিরিক্ত চাপ চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে সৈকতের জৈববৈচিত্র রক্ষার বিষয়টিকে।