চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুড়িগ্রামের টুপি মধ্যপ্রাচ্যে

শ্যামল ভৌমিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে তৈরি হচ্ছে নামাজ পড়ার টুপি। এসব টুপি রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। বাড়ীর দৈনন্দিন কাজের ফাঁকে নিপুণ হাতে সুঁই ও সুতা দিয়ে টুপির নকশা করে বাড়তি আয় করছেন গ্রামাঞ্চলের কয়েক হাজার নারী।

মধ্য প্রাচ্যের দেশ ওমানের মুসল্লিদের নামাজপড়ার টুপি তৈরি হচ্ছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া, থেতরাই, বজরা, খামার মাগুরাসহ কয়েকটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে। সারা বছর গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে টুপি তৈরির কাজ করছেন প্রায় ১০ হাজার নারী। খামার মাগুড়া গ্রামের যুবক কাজী আখতারুজ্জামান ফেনীর ওমান প্রবাসী কিছু লোকের মাধ্যমে অর্ডার নিয়ে তার গ্রাম ও   পাশের কয়েক ইউনিয়নের নারীদের মাধ্যমে তৈরী করছেন এসব টুপি।

সংসারের স্বাভাবিক কাজের ফাঁকে টুপির ওপর নকশা করছেন তারা। প্রকার ভেদে একেকটি টুপি তৈরির মজুরী পাচ্ছেন ৪শ থেকে ৭শ টাকা।

এসব নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া গেলে এ জেলা থেকে আরও ব্যাপকভাবে টুপি রপ্তানি করা সম্ভব হবে বলে মনে করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ।

বিসিক শিল্প নগরীতে ক্ষুদ্র এ উদ্দোক্তাদের জন্য প্লট ও অর্থ ঋণ সহায়তা বদলে দিতে পারে এ অঞ্চলের গ্রামীন নারীদের ভাগ্য।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: