চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে মৃত ১৫

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ ও ৫ জনের করোনার উপসর্গ ছিল।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৫১১ জনের নমুনা পরীক্ষা করে ১৪১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৫৯ শতাংশ।

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৪১ জন করোনায় আক্রান্ত রোগী ও ৫১ জন উপসর্গ নিয়ে মোট ১৬৮ জন ভর্তি রয়েছে।