চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুষ্টিয়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

আনিসুজ্জামান ডাবলু: কুষ্টিয়া সদর উপজেলার ভবানীপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহতের নাম ফরিদ হোসেন (৪৫)।

শনিবার সকালে এই সংঘর্ষে উভয়পক্ষের আরো অন্তত ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়রা জানায়, গত সপ্তাহে একজনকে পেটানোর ঘটনায় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী বাদশা-রেজা মন্ডলের পক্ষের সাথে রাশিদুল-লাবু শকাতির পক্ষের লোকজনের বিরোধ হয়।

শনিবার সকালে রাশিদুল-শকাতি পক্ষের লোকজন বাদশা-রেজা মন্ডলের বাড়ি ঘরে ভাংচুর শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।

তাদের মধ্যে ফরিদ হোসেনকে হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। নিহত ফরিদ মৃত ময়েন ফারাজির ছেলে ও রাশিদুল-শকাতি পক্ষের সমর্থক।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।  গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।