চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কুষ্টিয়ায় তিন খুন: জবানবন্দি দিতে আদালতে সৌমেন

তিন খুনের অভিযোগে গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) সৌমেন রায়কে আদালতে তোলা হয়েছে। তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন।

সোমবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল হকের আদালতে তোলা হয় তাকে। বিচারকের খাস কামরায় শুনানি শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজী হন আসামী সৌমেন।

কোর্ট ইন্সপেক্টর আল ইমরান জানান, খুনের ঘটনায় আসামী সৌমেনকে দুপুর ১টার দিকে আদালতে আনা হয়। এরপর বিচারকের সামনে উপস্থাপন করা হয় তাকে। সেখানে শুনানি শেষে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে রাজী হয়েছে সৌমেন। তার জবানবন্দি নেয়া হবে।

এর আগে কড়া প্রহরায় সৌমেনকে কুষ্টিয়ার আদালত প্রাঙ্গণে আনা হয়। এ সময় আদালতে নিরাপত্তা জোরদার করা হয়।

রোববার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে পরকীয়া প্রেমের অভিযোগে স্ত্রী আসমা খাতুন, তার আগের পক্ষের শিশু পুত্র রবিন ও কথিত প্রেমিক শাকিল হোসেনকে গুলি করে হত্যা করেন এএসআই সৌমেন।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে।