চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কুশাল ঝড়ে সমতা ফেরালো শ্রীলঙ্কা

পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। বুধবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ সমতা আনে লঙ্কানরা।

প্রথম ব্যাট করে ৮ উইকেটে ২৮৭ রানে করে পাকিস্তান। অধিনায়ক আজহার আলী সর্বোচ্চ ৭৯, মোহাম্মদ রিজওয়ান ৫২, শোয়েব মালিক ৫১ ও আহমেদ শেহজাদ ৩০ রান করেন।

স্বাগতিকদের হয়ে লাসিথ মালিঙ্গা ও সাচিথ পাথিরানা ২ টি করে উইকেট নেন।

পাকিস্তানি ইনিংসের জবাব দিতে নেমেই ঝড় তোলেন লঙ্কান ওপেনার কুশাল পেরেরা। মাত্র ১৭ বলে ওয়ানডের দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি করার পর ২৫ বলে ৬৮ রান করেন তিনি। এর আগে ১৭ বলে প্রথম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন কুশালেরই স্বদেশী সনাৎ জয়সুরিয়া।

দারুণ শুরুর পরও দ্রুত ৫ উইকেট হারিয়ে ম্যাচের মাঝপথে দিক হারিয়েছিলো শ্রীলঙ্কা। তবে দিনেশ চান্দিমালের অপরাজিত ৪৮, তিলেকারত্নে দিলশানের ৪৭, পাথিরানার ৩৩ ও উপুল থারাঙ্গার ২৮ রানে ভর করে ১১ বল বাকি থাকতে জয় পায় স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে রাহাত আলী ৩ টি ও মোহাম্মদ হাফিজ ২ টি উইকেট নেন।

ম্যাচসেরা হয়েছেন কুশাল পেরেরা। দু’দলের তৃতীয় ম্যাচ হবে ১৯ জুলাই কলম্বোতে।