চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রতি অবিচারের ঘটনায় সুজার নিন্দা

গণমাধ্যমে তথ্য দেওয়ার অপরাধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তে নিন্দা জানিয়েছে স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সুজা)

একই সাথে ঠুনকো অজুহাত দেখিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলামের পদোন্নতি স্থগিত করার ঘটনায়ও নিন্দা জানিয়েছে সংগঠনটি।

সুজার দপ্তর সম্পাদক সামিয়া বিন্দু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, এ ধরনের সিদ্ধান্ত অন্যায়কে প্রশ্রয় দান করে এবং বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারীতার বহিঃপ্রকাশ। এছাড়াও এ সিদ্ধান্ত শিক্ষক সমাজ এবং গণমাধ্যমের জন্য অপমানজনক।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষকদের উপর সকল ধরনের অন্যায়-অবিচার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানোর পাশপাশি এই ঘটনার গৃহীত সিদ্ধান্ত প্রত্যাখ্যান করার দাবি জানিয়েছে সুজা।