চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষে নিহত ১

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা করে বহিরাগতরা। এসময় ভোট কেন্দ্রে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনিয়ে নিতে আসলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়, আহত হয় অন্তত ৩ জন। আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে একজন মারা যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো: জালাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

আহত বাকি দু’জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত শাওন বল্বভপুর এলাকার বাসিন্দা।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মফিজুল ইসলাম জানান, হামলার পর ভোট গ্রহণ সাময়িক স্থগিত করা হয়। আহতদেরর মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

এর আগে পার্শ্ববর্তী মানিকার চর প্রথামিক বিদ্যালয় কেন্দ্র দখলের অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে একদল গ্রামবাসী আমিরাবাদ কেন্দ্রে হামলা চালায়। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এছাড়া সকালে চালিভাঙ্গা ইউনিয়নে রামপ্রসাদ চর কেন্দ্রেও সংঘর্ষের ঘটনায় এক প্রার্থী আহত হয়। তাছাড়া উপজেলার বিভিন্ন কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে।