চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কুটির ও ক্ষুদ্র শিল্পে প্রণোদনার ঋণ বিতরণের সময় বাড়ল

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) প্রণোদনার ঋণ বিতরণের সময় আরো ৩ মাস বেড়েছে।

এর ফলে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এ খাতের প্রতিষ্ঠানগুলো স্বল্পসুদে প্রণোদনার ঋণ নিতে পারবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ এ তথ্য জানিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপন বলা হয়েছে, এ খাতের ঋণ বিতরণের সময়সীমা ৩ মাস বাড়িয়ে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে ১৭ জানুয়ারির মধ্যে বিতরণ নিশ্চিত করতে একটি মাসভিত্তিক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের অত্র বিভাগে প্রেরণের নিদের্শ দেয়া হয়েছে।

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই খাতের প্রতিষ্ঠানগুলোকে চলতি মূলধন ঋণ জোগান দিতে গত বছরের এপ্রিলে ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ হাতে নেয় বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ পাচ্ছেন সিএমএসএমই খাতের উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত এই তহবিল থেকে প্রায় ৯ হাজার ২৭১ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ব্যাংকগুলো।

তবে বড় শিল্প ও সেবা খাতের জন্য গঠিত ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিলের ঋণ চাহিদা বেশি থাকায় তহবিলের আকার বাড়িয়ে ৪০ হাজার কোটি টাকা করা হয়।

সিএমএসএমই খাতের প্রণোদনার ঋণ বিতরণে গতি আনতে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এবার সেই সময়সীমাও আরো ৩ মাস বাড়ান হলো।