চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কিশোর আলোর অনুষ্ঠান দেখতে এসে শিক্ষার্থীর মৃত্যু

কিশোর আলোর জন্মদিনের উৎসব ‘লাভেলো কিআনন্দ’ অনুষ্ঠান দেখতে এসে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত ওই শিক্ষার্থীর নাম নাইমুল আবরার। সে রাজধানীর মোহাম্মদপুরের রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র। ওই কলেজে শুক্রবার সকাল থেকে কিশোর আলোর জন্মদিনের উৎসব চলছিল।

কিশোর আলোর সম্পাদক আনিসুল হক ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন: ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, কিশোর আলোর অনুষ্ঠান দেখতে এসে ঢাকা রেসিডেনসিয়াল কলেজের ক্লাস নাইনের ছাত্র নাইমুল আবরার বিদ্যুতায়িত হয়। ওখানেই জরুরি মেডিক্যাল ক্যাম্পে তাকে নেয়া হয়। দুজন এফসিপিএস ডাক্তার দেখেন। জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে বলেন। হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

ফেসবুক পোস্টে আনিসুল হক আরও বলেন: ‘আমার জীবনে এর চেয়ে মর্মান্তিক খবর আমি আর পাই নাই। আমি এখন হাসপাতালে আছি। প্রিন্সিপাল স্যার আছেন। নাইমুল আবরারের বাবা-মা এবং আত্মীয়রা আছেন। আমি ও কিশোর আলো আজীবন আবারের পরিবারের সঙ্গে থাকবো। যদিও এই অপূরণীয় ক্ষতি কিছুতেই পূরণ হবে না। আমি কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় আছি। নাইমুল আবরারের জন্য দোয়া করছি।’