চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কিয়ারোস্তামি ফাউন্ডেশনের উদ্যোগে চলচ্চিত্র পুনরুদ্ধার ও প্রদর্শনের ব্যবস্থা

আব্বাস কিয়ারোস্তামি ফাউন্ডেশন বুধবার ঘোষণা করেছে যে তারা বিশ্বব্যাপী দেখানোর জন্য কিয়ারোস্তামির অনেকগুলো চলচ্চিত্র পুনরুদ্ধার করেছে।

কিয়ারোস্তামির ছেলে আহমেদ জানান, এই তালিকায় আছে শিশু ও প্রাপ্তবয়স্কদের বুদ্ধিবৃত্তিক উন্নয়নের জন্য নির্মিত ইনস্টিটিউট-এর জন্য তৈরি স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো এবং অন্যান্য ফিচার এবং ডকুমেন্টারি ছবি।

ছবিগুলো পুনরুদ্ধার করতে দুই বছর সময় লেগেছে। এমকেটু নামের ফ্রান্সের একটি ফিল্ম কোম্পানি, জানুস ফিল্মস নামের একটি আমেরিকান ফিল্ম কোম্পানি এবং ক্রাইটেরিওন কালেকশন নামের একটি ভিডিও ডিস্ট্রিবিউশন কোম্পানি কাজটি করেছে।

জানুস ফিল্মস নিউইয়র্কের আইএফসি সেন্টারে কিয়ারস্তামির ছবিগুলো প্রদর্শনের আয়োজন করেছে আগস্ট মাসে। সেখানে কিয়ারোস্তামির দ্য ককার ট্রিওলজি, হোয়্যার ইজ দ্য ফ্রেন্ডস হাউজ, লাইফ অ্যান্ড নাথিং মোর, আন্ডার দ্য অলিভ ট্রিজ, দ্য এক্সপেরিয়েন্স, দ্য ট্রাভেলার, অ্যা ওয়েডিং স্যুট, ফেলো সিটিজেন, ফার্স্ট গ্রেডার্স, হোমওয়ার্ক, ক্লোজ-আপ, টেস্ট অফ চেরি ছবিগুলো দেখানো হবে।

এছাড়াও প্যারিসের সেন্টার জর্জ পমপিদুতে এমকেটু একটি প্রদর্শনির আয়োজন করবে। ২০২০ সালের এপ্রিলের সেই আয়োজনে কিয়ারোস্তামির অনেকগুলো সিনেমার পাশাপাশি পেইন্টিং, বই এবং ছবি প্রদর্শন করা হবে। তেহরান টাইমস