চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কিম-ট্রাম্প বৈঠকের স্থান-তারিখ ঠিক, অপেক্ষা ঘোষণার

নর্থ কোরিয়ার সঙ্গে সাউথ কোরিয়ার পর এবার কিম জং উনের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের তারিখ ও স্থান ঠিক করেছে যুক্তরাষ্ট্রও।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এখন আমরা দিন-তারিখ ঠিক করেছি, বৈঠকের স্থানও ঠিক করে ফেলেছি। শিগগিরই আমরা তা জানিয়ে দেবো।’

শুক্রবার হোয়াইট হাউজ প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আসন্ন বৈঠকে খুবই ভালো কিছু বেরিয়ে আসবে বলে আশাবাদী তিনি।

মে মাসের শেষে বা জুনের শুরুতে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকের জন্য নর্থ-সাউথ কোরিয়ার মধ্যবর্তী ডিমিলিটারাইজড জোন বা ডিএমজেড’কেই উপযুক্ত মনে করা হচ্ছে। তবে সিঙ্গাপুরেও বৈঠক হতে পারে বলে জানান তিনি।

এ উপলক্ষে ২২ মে হোয়াইট হাউজে মুন জায় ইনের সঙ্গে দেখা করে কিমের সঙ্গে আসন্ন বৈঠকের ব্যাপারে আলোচনা করবেন ট্রাম্প।

এর আগেও একাধিকবার বৈঠকের তারিখ পিছিয়েছে। গত এপ্রিলের শুরুতে মে মাসে কিম-ট্রাম্প বৈঠক হওয়ার কথা ঘোষণা দিলেও ১৮ এপ্রিল জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বৈঠক জুনে হতে পারে বলে জানান ডোনাল্ড ট্রাম্প।

এ-ও বলেছিলেন, নর্থ কোরীয় নেতা কিম জং উনের সাথে আলোচনা যদি ফলপ্রসূ না হয়, তাহলে অন্য পথে হাঁটবেন তিনি।