চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভূমিদস্যুদের থাবায় কালুনগর খাল

রাজধানীর খালগুলো দখলমুক্ত করতে সরকার যখন নানা উদ্যোগ নিচ্ছে; ঠিক তখনই নতুন করে দখল হচ্ছে কালুনগর খাল।

এ খাল ভরাট করে গড়ে উঠছে নতুন নতুন ঘর-বাড়ি, বিভিন্ন স্থাপনা।  খালটি দখলমুক্ত করতে প্রভাবশালীদের সঙ্গে পেরে উঠছে না স্থানীয় জনপ্রতিনিধিরাও।

কালুনগর খালের উৎপত্তি বুড়িগঙ্গা থেকে।  কামরাঙ্গীরচর ও হাজারীবাগ হয়ে এই খাল চলে গেছে তুরাগ নদীতে।  জানা গেছে, ১৯৮০’র দশকে এখানে পাল তোলা নৌকা চলাচল করতো।  কিন্তু সেসব এখন শুধুই স্মৃতি।

বিভিন্ন সময় এই খাল দখল করে ভরাট করছে প্রভাবশালী ব্যক্তি ও ভূমি দস্যুরা।  খালকে দখলমুক্ত করতে বিভিন্ন উদ্যোগের মধ্যেও চলছে ভরাট প্রক্রিয়া।

স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, খাল দখল নিয়ে জেলা প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।