চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কালবৈশাখীর সঙ্গে এলো স্বস্তির বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভারতের পশ্চিমবঙ্গ থেকে ধেয়ে আসা বজ্রসহ
মেঘমালা। তা দেশের পূর্ব-মধ্যাঞ্চল দিয়ে ঢুকে ক্রমশ পূর্ব দিকে এগিয়ে
যাচ্ছে। এর প্রভাবেই দেশে কালবৈশাখী ও ঝড়ো বৃষ্টি হচ্ছে।

দুপুরের পর থেকে আকাশে একটু একটু মেঘ জমলেও সন্ধ্যার আগে হঠাৎ করেই অন্ধকারে ছেয়ে যায় চারিদিক। এরপর শুরু হয় ধূলিঝড় তারপর নামে বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে ঘণ্টায় ৭৫ কিলোমিটার বেগে ঝড় হয়েছে। এ সপ্তাহে এমন ঝড়ের সঙ্গে বৃষ্টি আরো হতে পারে।

আবহাওয়াবিদদের ‘বৃষ্টির সম্ভাবনা’কে সত্যি করে মে মাসের প্রথম দিনেই রোদে পোড়া-ধূলায় ঢাকা রাজধানীতে সজীবতা নিয়ে আসে বৃষ্টি। কালবৈশাখীর আগমনী জানিয়ে আজ সন্ধ্যার পরই পথচারীদের সাবধান করে দিতে শুরু হয় ধূলিঝড়। ছুটির দিনের বিকেলে বাইরে বের হওয়া লোকজন বুঝে নেন বৃষ্টি নামলো বলে।

আশ্রয় খুঁজতে খুঁজতেই বৃষ্টিতে ভিজে একাকার তেঁজগাও থেকে মহাখালীর দিকে হাটতে থাকা ওয়াসিম রাফি। ছুটির দিনে এই হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলেও মুখে হাসি নিয়েই জানালেন ভীষণ ভালো লাগছে এই গা জুড়ানো বৃষ্টিতে।

তবে ওয়াসিমের মতো অতো খুশি নন কবীর আহমেদ। নিজে আছেন বাড়ির বাইরে তাই ঝড়ের কারণে পরিবার নিয়ে খানিকটা শঙ্কায় আছেন বলে জানান তিনি।