চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ ভাগে উন্নীত’র পরিকল্পনা

২০২০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ ভাগে উন্নীত করার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, দুর্নীতিমুক্ত শিক্ষাঙ্গন গড়তে না পারলে সব পরিকল্পনাই ব্যর্থ হবে। 

কারিগরি শিক্ষা অধিদপ্তর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, ২০২০ সালের মধ্যে ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করার টার্গেট নিয়ে কাজ শুরু হয়েছে। 

একটি প্রতিষ্ঠানের উদাহরণ টেনে তিনি বলেন, নারীদের একটি ওয়েল্ডিং ব্যাচ কোর্স শেষ করে সফলতার সঙ্গে চাকরি পাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে। ২০০৯ সালের চেয়ে ওই প্রতিষ্ঠানে এখন ভর্তির হার প্রায় দ্বিগুণ হয়েছে। শুধু ওই শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, সারা দেশেই ২০০৯ সালে যেখানে কারিগরিতে ভর্তির হার ছিলো ২ শতাংশ, সেখানে এখন ভর্তির হার ৯ শতাংশ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ১’শ উপজেলায় টেকনিকাল স্কুল করার প্রস্তাব ইতিমধ্যেই পাস হয়ে আছে। কোনো উপজেলাই বাদ যাবেনা।

এই সেক্টরে দুর্নীতি নিয়েও কথা বলেন তিনি। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের বাড়ি দখল নিয়ে অভিযোগ করে তিনি আরো বলেন, আমাদের ২০ জন অধ্যক্ষ আছেন যারা নিজেদের জায়গায় গিয়ে থাকেন না। সরকারি বাড়ি দখল করে বসে আছেন। এই বিষয়েও আমরা ব্যবস্থা নিবো।

অন্যান্য বক্তারা বলেছেন, কারিগরি শিক্ষাকে অবহেলা করে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া সম্ভব হবে না।