চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কারাগারে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন দুর্নীতির দুই মামলায় দণ্ড পাওয়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হচ্ছে।

আদালত সূত্রে জানা গেছে, নাইকো দুর্নীতি মামলার বিচার শুরু করতে গতকাল বুধবার কারাগারের ভেতরে আদালতের এজলাস স্থানান্তরের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই হামলায় হাজির করতেই তাকে সেখানে নেয়া হচ্ছে।

কারা কর্তৃপক্ষ বলছে, কয়েকঘণ্টার মধ্যে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে নিয়ে যাওয়া হবে।

এরই মধ্যে খালেদা জিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র কারাগারে নিতে প্রস্তুত করা হয়েছে।

কয়েকঘণ্টার মধ্যেই তাকে নেয়া হতে পারে বলে বিএনপি চেয়ারপার্সন মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই বিএসএমএমইউ এলাকা ও কারাগারের চারপাশে সার্বিক নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিএসএমএমইউ ও কারাগারের সামনের সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের গাড়িসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতের রায়ের পর থেকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন খালেদা জিয়া।

তবে গত ৬ অক্টোবর চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তারপর থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।