চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাবুলের হোটেলে হামলায় ৪ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাস বহুল হোটেল হিতালে অস্ত্রধারী জঙ্গিদের গোলাগুলি ও বিস্ফোরণে ৪জন নিহত হয়েছে।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জঙ্গিরা ওই হোটেলে প্রবেশের চেষ্টা করলে,নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে হামলাকারীদের সবাই  নিহত হয়েছে। হামলাকারীরা গ্রেনেড লাঞ্চার এবং অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে ওই হামলা চালায়। জঙ্গি গোষ্ঠী তালেবান এক টুইট বার্তায় হামলার দায় স্বীকার করেছে ।

ওয়াজি আকবার খান জেলার একটি কূটনৈতিক এলাকায় অবস্থিত এই হোটেলটি বোমা মেরে উড়িয়ে দেয়ার জন্য বুধবার সকালে তারা এই হামলা চালায়। হোটেল ম্যানাজার বলেন, এই হামলায় হোটেলের কেউ হতাহত হয়নি। হোটেলে অবস্থানরত সব অতিথিকে নিরাপদে রাখা হয়েছে। এই এলাকায় বেশ কিছু দেশের দূতাবাস ও সরকারি ভবন অবস্থিত। হামলা শুরুর পর থেকে প্রায় ১ ঘণ্টা ধরে গোলাগুলি ও কমপক্ষে ১২টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

দুই সপ্তাহ আগে কাবুলের একটি হোটেলে তালেবানদের হামলায় ১৪ জন নিহত হয়েছিল।