চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কান চলচ্চিত্র উৎসব: যে ৫ ছবি মুগ্ধ করবে দর্শকদের

চলচ্চিত্রের অন্যতম বড় আসর কান চলচ্চিত্র উৎসব এর পর্দা উঠছে আজ। উৎসব চলবে ২৫ মে পর্যন্ত। এবছরও কানের নানান বিষয় নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মনে আগ্রহের শেষ নেই। তবে কানের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর মূল প্রতিযোগিতা বিভাগ। সেই তালিকায় স্থান পেয়েছে মোট ২১টি সিনেমা। তবে এই ২১টি সিনেমার মধ্যে পাঁচটি সিনেমা নিয়ে দর্শকদের আছে বাড়তি আগ্রহ। এক নজরে জেনে নিন সিনেমাগুলো সম্পর্কে।

পেইন অ্যান্ড গ্লোরি: অস্কারজয়ী স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার এর ছবি ‘পেইন অ্যান্ড গ্লোরি’তে অভিনয় করেছেন পেনেলোপি ক্রুজ ও অ্যান্তোনিও বান্দারাস। রেট্রোসপেক্টিভ ড্রামা ‘পেইন অ্যান্ড গ্লোরি’ মুগ্ধ করবে দর্শকদের  ।

রকেটম্যান: জনপ্রিয় ইংলিশ গায়ক এলটন জন এর জীবন নিয়ে তৈরি ছবি ‘রকেটম্যান’। ছবিতে এলটন জনের ভূমিকায় অভিনয় করেছেন ট্যারন এগার্টন। ‘রকেটম্যান’ পরিচালনা করছেন ডেক্সার ফ্লেচার। এলটন জন এর ভক্তদের এই ছবিটি নিয়ে আছে বাড়তি আগ্রহ।

দ্য ডেড ডোন্ট ডাই: কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসরের উদ্বোধনী দিনের জন্য নির্বাচিত হয়েছে ‘দ্য ডেড ডোন্ট ডাই’ ছবিটি।  জিম জারমাশের এ ছবিটির কাহিনী সেন্টারভিল নামে ছোট এক শহরে ঘটে যাওয়া নানা ভুতুড়ে ঘটনা নিয়ে।

ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড: কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ দেখানো হবে কান উৎসবে। অপরাধ জগতের নানা রোমাঞ্চকর কাহিনী নিয়ে তৈরি টারান্টিনোর এই ক্রাইম থ্রিলার ছবিটিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিট। তারকাবহুল এই ছবি নিয়ে তাই দর্শকের আগ্রহ বেশি।

লা মিজারেবল: প্রখ্যাত ফরাসি সাহিত্যিক ভিক্টর হুগোর উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে ‘লা মিজারেবল’ ছবিটি। ছবিটি নির্মাণ করেছেন লিলি কলিন্স। -নিউজ এইটিন