চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কানে যাচ্ছেন তিশা, সঙ্গী ইলহাম ও ফারুকী

চার মাসের মেয়ে ইলহামকে নিয়ে কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ৭৫তম এই আসরে তিশা যাচ্ছেন ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমার ট্রেলার নিয়ে। মঙ্গলবার (১৭ মে) রাতে একটি ফ্লাইটে রওনা রওনা দিয়েছেন তিনি। সঙ্গে গিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে ফারুকী একটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিশা ও মেয়ে ইলহামের সঙ্গে দেখা গেছে তাকে। বিমানে তোলা সেই ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘কানে যাচ্ছি বেবিসিটার হিসেবে। তিশা যাচ্ছে তার ছবি মুজিব-এর ট্রেলার প্রকাশের জন্য। আমি বেবি সিটার হিসেবে! একদমই নতুন এবং সুন্দর অভিজ্ঞতা আমার জন্য! এটি ইলহামের প্রথম ট্যুর।’

১৯ মে কানে উন্মুক্ত হবে ‘মুজিব’ সিনেমার ট্রেলারটি। ট্রেলার প্রকাশের সময় কান উৎসবে তিশার সঙ্গে আরও থাকবেন আরিফিন শুভ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ ছাড়া ভারতের তথ্যমন্ত্রী, নির্মাতা শ্যাম বেনেগাল সহ ভারতীয় অংশ থেকে কয়েকজন উপস্থিত থাকবেন বলে কথা রয়েছে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘মুজিব’ সিনেমার অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়। সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।