চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কানাডায় জাতীয় শোক দিবস পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী (জাতীয় শোক দিবস) পালন করেছে কানাডাস্থ বাংলাদেশ আওয়ামী যুবলীগ।

একই সাথ ২১শে আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা ও স্মরণ সভারও আয়োজন করেছে সংগঠনটি।

ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের আফগান চোপান রেস্তোরাঁয় অনুষ্ঠিত স্মরণ সভার সভাপতিত্ব করেন কানাডা যুবলীগ নেতা নাজমুল হাসান এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা মাঞ্জুরুল হক।

এতে প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আজাদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি শফিউল আজম খোকা, বিসিআরএস সভাপতি বিপুল কামাল এবং বাংলাদেশ ছাত্রলীগ, কানাডা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ওবায়দুর রহমান।­­­­­­­

­হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে বক্তারা বলেন, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল ঘাতকরা। কিন্তু তাতে তারা সফল হয়নি। আজ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দৃষ্টান্ত।

প্রধান অতিথি আজাদুর রহমান খান তার বক্তব্যে কানাডায় অবস্থানকারী খুনি নুর চৌধুরীকে দেশে ফেরতের দৃঢ় প্রত‍্যয় ব‍্যক্ত করেন এবং এ ব‍্যাপারে দেশে ও প্রবাসে এদের বিরুদ্ধে স্বোচ্চার ও সতর্ক থাকার আহবান জানান।