চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাদামাটি জিন্স বিক্রি করে সমালোচনায় পোশাক কোম্পানি

কাদামাটির রংয়ের জিন্স বিক্রি করে সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের একটি পোশাক কোম্পানি। জিন্সের এই নতুন ডিজাইনকে ‘বেদনাদায়ক বলছেন সমালোচকরা।

নর্ডস্ট্রোম নামের ওই কোম্পানি তাদের ওয়েবসাইটে দেয়া বর্ণনায় জিন্সটি, ‘আমেরিকার কাজের পোশাক এবং কঠোর পরিশ্রমীদের জন্য আদর্শস্বরূপ’ বলে উল্লেখ করেছে।

কিন্তু ফেসবুকে সমালোচনাকারীরা বলছেন, কোম্পানিটি তাদের নতুন ডিজাইন করা জি্ন্স নিয়ে যে বর্ণনা দিয়েছে তা খুবই বেদনাদায়ক।

কোম্পানিটি বলছে, জিন্সটি কাদা-লেপার মতো করে তৈরি করা যাতে এর ময়লাভাব দেখে আপনি ভয় না পান।

তবে ডিসকভারি চ্যানেলের ডার্বি জব অনুষ্ঠানের উপস্থাপক মাইক পেইন বলেছেন, জিন্সটি পরলে মনে হবে তিনি ময়লাযুক্ত কাজ করেন। কিন্তু এটি যাদের জন্য বানানো হয়েছে তারা আসলে এমন কোনো কাজ করে না। তারা সম্পদশালী মানুষ। এরা কাজকে বিদ্রুপাত্মক হিসেবেই দেখে।

সম্প্রতি হাঁটুকাটা সস্তা ট্রাউজারের বিজ্ঞাপন দিয়েও সমালোচনার মুখে পড়ে নর্ডস্ট্রোম কোম্পানি।