চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাতার বিশ্বকাপ: সমকামীদের হোটেল পাওয়া নিয়ে সংশয়

সমকামীতাকে বরাবরই অপরাধের চোখে দেখা হয় বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে। ইতিমধ্যেই এবারের বিশ্বআসরে নিষিদ্ধ করা হয়েছে তাদের বিশেষ রংধনু পতাকা। সুইডেন ও ডেনমার্ক সাংবাদিকদের অনুসন্ধানে জানা গেল, কাতারে হোটেল সুবিধা পেতেও ধকল পোহাতে হবে সমকামীদের।

মধ্যপ্রাচ্যের দেশগুলো সমকামীতা ব্যাপারে বরাবরই রক্ষণশীল। ফুটবলের সবচেয়ে বড় মহারণ কাতারে হতে চলায় শঙ্কা ছিল তাদের বিশ্বকাপ দেখার সুযোগ নিয়েই। সেই শঙ্কা দূর করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সবাইকে কাতারে স্বাগত জানিয়েছেন তিনি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ইনফান্তিনোর ঘোষণার কদিন পরই উল্টো পথে হাঁটেন আসরের নিরাপত্তার দায়িত্বে থাকা মেজর জেনারেল আব্দুল আজিজ আবদুল্লাহ আল অনসারি। সমকামীদের রংধনু পতাকা নিয়ে মাঠে প্রবেশ করতে সতর্ক করে দেন। তাতে সমকামীদের বিশ্বকাপ দেখার সুযোগ নিয়ে ফের শঙ্কা তৈরি হয়।

পরে সাংবাদিকরা আগ্রহী হয়ে ফিফার অফিসিয়াল তালিকায় থাকা ৬৯টি হোটেলে অনুসন্ধান চালান। যেখানে নব-বিবাহিত সমকামী দম্পতি পরিচয় দিয়ে হোটেল বুকিং করতে চান তারা।

চলতি মে মাসের শুরু থেকে চলা অনুসন্ধানে জানা যায়, ৩টি হোটেল সরাসরি বুকিং নেবে না বলে জানিয়ে দিয়েছে। ২০টি হোটেল দম্পতিকে জনসম্মুখে ঘনিষ্ঠতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। ৩৩টি হোটেল বুকিং করতে সম্মতি জানালেও শুরুতে ঊর্ধ্বতন কর্তাদের সাথে কথা বলে নিয়েছে।

‘সবক্ষেত্রেই হোটেলগুলো ফোনে উত্তর দিয়েছে। আমরা উত্তর পাওয়ার আগে সেই ব্যক্তি সহকর্মী-ঊর্ধ্বতন কর্তাদের সাথে আলোচনা করেছে। একজন আমাদের জানিয়েছে, আগে এমন ঘটনা ঘটেছে যেখানে পুলিশ সমকামীদের হোটেল থেকে তুলে নিয়ে গেছে।’