চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কাতারে স্টেডিয়াম নির্মাণে মাত্র ৩ জনের মৃত্যু হয়েছে

বলছেন ফিফা সভাপতি

কাতার বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণে শ্রমিক মৃত্যুর ব্যাপারে সমালোচনা থাকলেও আমলে নিচ্ছেন না ফিফা প্রেসিডেন্ট জিওভান্নি ইনফান্তিনো। উল্টো বলেছেন, স্টেডিয়াম নির্মাণে সুযোগ পেয়ে অভিবাসী শ্রমিকরা গর্বিত বোধ করবে। আর সেখানে মাত্র তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত লস অ্যাঞ্জেলসের মিলকেন ইন্সটিটিউটের বৈশ্বিক সম্মেলনে ইনফান্তিনোকে জিজ্ঞাসা করা হয়েছিল কাতারে মারা যাওয়া শ্রমিকদের পরিবারকে সহায়তা করার জন্য ‘কোনো প্রতিশ্রুতি’ দেবে কিনা ফিফা। জবাবে বিশাল মৃত্যু তথ্যকে উড়িয়ে দিয়েছেন ফুটবলের অভিভাবক সংস্থাটির প্রধান।

‘একটি জিনিস ভুলে যাবেন না, আমরা যখন এই বিষয়ে কথা বলি তখন আমরা জানি স্টেডিয়াম নির্মাণ কঠোর পরিশ্রমের, একই সাথে কঠিন কাজও। আমেরিকা অভিবাসনের দেশ। আমার বাবা-মাও অভিবাসী।’

‘যখন কাউকে কাজ দেন, একই সাথে তাকে মর্যাদা ও গর্ব দেন। এটি দয়া নয়। আপনি তাদের দয়া করছেন না। এটা গর্বের বিষয় এবং আমরা ১.৫ মিলিয়ন মানুষের অবস্থার পরিবর্তন করতে পেরেছি। এটি আমাদের গর্বিত করে।’

‘তেল ও প্রাকৃতিক গ্যাস সম্পদের অর্থায়নে নির্মিত স্টেডিয়ামগুলোর নির্মাণস্থলে মাত্র তিনজন মারা গেছেন। ৬ হাজার লোক হয়তো অন্যান্য কাজে বা অন্য কারণে মারা গিয়েছে। ফিফা বিশ্বের পুলিশ নয় যে বিশ্বে যা কিছু ঘটে সবকিছুর দায় নেবে। তবে ফিফাকে ধন্যবাদ এই কারণে যে তারা ১.৫ মিলিয়ন শ্রমিকের অবস্থান উন্নতি করেছে।’