চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাঠমান্ডু ট্র্যাজেডি: এখন পর্যন্ত ৩৮ মরদেহ সনাক্ত করা হয়েছে

নেপালের কাঠমান্ডুতে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের সনাক্ত করে দুই দেশের সমঝোতার মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ফরেনসিক বিভাগ। কী প্রক্রিয়ায় এবং কিভাবে হস্তান্তর করা হবে তা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হবে বলে  পক্ষ থেকে বলা হয়েছে।

এখন পর্যন্ত ৩৮ মরদেহ সনাক্ত করা হয়েছে। বাকিদের সনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হবে। ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্তের পর নেপাল পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র পেলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া একই পরিবারের তিনজন মেহেদী, স্বর্ণা, অ্যানিকে আজই দেশে আনা হবে। তাদের ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য রাখা হবে।

পাঁচজন উন্নত চিকিৎসার জন্য দিল্লী যেতে চাইলেও কাঠমান্ডু হাসপাতাল তাদের ছাড়পত্র দেয়নি।