চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

কাঠমান্ডুতে বাংলাদেশী ফুটবলার মে‌য়ে‌শিশুরা নিরাপদ

ভূমিকম্পে নেপালের বিপক্ষে ফাইনাল ম্যাচটি স্থগিত হলেও নিরাপদে আছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবল দল। খুব দ্রুতই তাদের দেশে ফিরিয়ে আনবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

এএফসি অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলতে শনিবার বিকেলে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিলো সানজিদা-কৃষ্ণাদের। ভূমিকম্পের কারণে ফাইনালের ভেন্যু দশরথ ষ্টেডিয়াম ক্ষতিগ্রস্থ হওয়ায় বাতিল করা হয় ম্যাচ। তবে কবে নাগাদ ফাইনাল হতে পারে তা পরে ঠিক করবে এএফসি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

শুক্রবার আঞ্চলিক এই টুর্নামেন্টের সেমিফাইনালে ইরানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ। ম্যাচের ২৮ মিনিটে কৃষ্ণা রাণীর গোলে এগিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। ৬১ মিনিটে মারজিয়ার গোলে জয় নিশ্চিত হয় লাল-সবুজদের।